
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এক মাসেরও বেশি সময় পর তিনি দেশ ফিরলেন। শাকিব খানের দেশে ফেরার বিষয়টি আঁচ করতে পেরেই বিমানবন্দরে সমবেত হতে শুরু করেন ভক্ত ও সাংবাদিককেরা।
সকাল ৮.৪৫ মিনিটে দেশের মাটিতে অবতরণ করার কথা থাকলেও বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা।
ভিআইপি টার্মিনালের প্রস্থান গেটে শাকিবকে দেখেই ভক্তরা স্লোগান দিতে শুরু করে। এক সময় শাকিব ভক্তদের উদ্দেশে হাত নেড়ে ভালোবাসার জবাব দেন।
পরে শাকিব খান সাংবাদিকদের উদ্দেশে এগিয়ে যান ও কথা ব্লেন। শাকিব খান এ সময় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের মানুষের ভালোবাসার কাছে আমার মাথা অবনত হয়ে আসে।
আমি সাংবাদিক, ভক্তসহ এদেশের মানুষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এর আগে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষ্যেই দেশটিতে উড়াল দেন।