13.9 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

মানুষ ভোট দিতে পারে না, শয়তানরা ভোট দেয়: কাদের সিদ্দিকী

মানুষ ভোট দিতে পারে না, শয়তানরা ভোট দেয়: কাদের সিদ্দিকী - the Bengali Times

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘গত কয়েক বছর যাবত মানুষ ভোট দিতে পারে না, শয়তানরা ভোট দেয়। দিনের ভোট, রাতে হয়।’

- Advertisement -

আজ শনিবার বিকেল ৪টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম, আজও অনেকে মনে করেন আমরা বিএনপির জোটে গিয়েছিলাম। আমি কখনো মনে করি না, আমি এক মুহূর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। ড. কামালের নেতৃত্ব মেনে ঐক্যফ্রন্টে গেয়েছিলাম।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে রাতে ব্যালট পেপার যাবে না, সকালে ব্যালট পেপার যাবে বলে এক নির্বাচন কমিশনার বলেছেন। যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়, তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও তা হবে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।’

বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

- Advertisement -

Related Articles

Latest Articles