
ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের কাছে ‘বন্ধু’র চেয়ে বেশি কিছু চেয়েছেন আরশ খান- এমন অভিযোগ চমকের। যা নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন আরশ। এসব অভিযোগ অস্বীকার করেছেন এই অভিনেতা। এবার সেই তালিকায় যুক্ত হলো নতুন আরও একটি অভিযোগ আনলেন চমক।
চমকের দাবি, শুধু ‘বন্ধুর চেয়ে বেশি’ কিছুর প্রস্তাবই নয়, মাঝে মধ্যেই চমককে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করা ও প্রায়ই ফোন করে বিরক্ত করতেন আরশ।
এ ছাড়া এই অভিনেত্রী প্রশ্ন তুলেছেন আরশ খানের চরিত্র নিয়ে। তার কথায়, ‘আরশ এক সময় আমার খুব ভালো বন্ধু ছিল। তার সঙ্গে আমার বেশ কিছু কাজ আছে। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে আরশ আমার কাছে বেশি কিছু দাবি করে বসে। পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রির বেশ কিছু নায়িকার কাছ থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জানতে পারি। তাই বন্ধুত্বের বেশি যে সম্পর্ক ও গড়তে চেয়েছিল, তাতে আমি রাজি হইনি।’
চমক আরও বলেন, ‘এরপর থেকে আরশের সঙ্গে কাজের পরিমাণ কমিয়ে দেই। এতে আমার প্রতি ওর ক্ষোভ তৈরি হয়। তার সঙ্গে সম্পর্কে না জড়ানোর ক্ষোভে আমাকে শুটিং সেটে প্রায় অনাকাঙ্ক্ষিতভাবে টাচ করত। ফোন করে বিরক্ত করত।’
‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং সেটে যে ঘটনার জন্ম হয়েছে এর জন্য দায়ী সহশিল্পী আরশ খান ও নির্মাতা আদিব হাসান। চমক জানান, আরশ ও আদিব পরস্পর খুব ভালো বন্ধু। তারা দুজন মিলেই এই অভিনেত্রীর সুনাম ক্ষুণ্ন করা জন্যই এসব রটাচ্ছে। শুধু তাই নয়, তারা দুজন মিলে হুমকিও দেয় চমককে।
এই অভিনেত্রী বলেন, ‘আরশ ও আদিফ পরস্পর খুব ভালো বন্ধু। আরশের ইন্ধনেই পরিচালক তার কাছে ৩ লাখ ৮৯ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে তার লোকজন এসে টাকা আদায় করবে বলেও হুমকি দেয়। এজনই আমি সেদিন পুলিশ ডেকেছি।’