12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

জীবনযাত্রার মানে পিছিয়ে পড়ছে কানাডা

জীবনযাত্রার মানে পিছিয়ে পড়ছে কানাডা - the Bengali Times
জীবনযাত্রার মানে অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে পড়ছে কানাডা টিডির নতুন এক ইকোনমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে

জীবনযাত্রার মানে অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে পড়ছে কানাডা। টিডির নতুন এক ইকোনমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জীবনযাত্রার মানদ-ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য উন্নত অর্থনীতির তুলনায় পিছিয়ে পড়ছে কানাডা। সাম্প্রতিক বছলগুলোতে ভালো প্রবৃদ্ধির পরও এমনটা দেখা যাচ্ছে।

- Advertisement -

টিডির অর্থনীতিবিদ মার্ক এরকোলাও লিখেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি আসলে অর্থনৈতিক সমৃদ্ধির সমার্থক নয়। জিডিপি ছাড়াও কানাডার অর্থনৈতিক কৃতকর্ম বুঝতে জীবনযাত্রার মান একটি গুরুত্বপূর্ণ বিষয়। মহামারির আগে গত দশ বছরে গড় প্রবৃদ্ধিতে কানাডা যুক্তরাষ্ট্রের কাছাকাছি ছিল। বার্ষিক প্রবৃদ্ধি ছিল গড়ে দুই শতাংশেল ওপরে। জি৭ভুক্ত সব দেশের ক্ষেত্রে যা গড়ে ১ দশমিক ৪ শতাংশের ওপরে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সম্প্রতি অনেক বছর ধরেই কানাডার প্রকৃত জিডিপি কমছে। ১৯৮০ এর দশকে কানাডা অন্যান্য গড়পড়তা উন্নত অর্থনীতির দেশগুলোর চেয়ে ভালো করছিল। সে সময় দেশটির জনপ্রতি প্রকৃত জিডিপি ৪ হাজার ডলার বেশি ছিল। যদিও কালের পরিক্রমায় এই অগ্রগতি ফিকে হয়ে গেছে।

এরকোলাও লিখেছেন, ২০১৪-১৫ সালের অয়েল শক অর্থনৈতিক কর্মকা- নাজুক করেছে। প্রতি বছর কানাডার প্রকৃত জনপ্রতি জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছে দশমিক ৪ শতাংশ, উন্নত দেশগুলোর তুলনায় যা অনেক কম। উন্নত দেশগুলোর জনপ্রতি প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি গড়ে ১ দশমিক ৪ শতাংশ। মূল সমস্যা হলো ১৯৮০ এর দশক থেকে জিডিপি প্রবৃদ্ধি কমছে। এর অর্থ হলো জনপ্রতি নি¤œ জিডিপি প্রবৃদ্ধি কেবল ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে নয়, অর্থনীতির শ্লথ প্রবৃদ্ধির কারণেই।

এই হ্রাস মূলত উৎপাদনশীলতার সঙ্গে সম্পর্কিত।

- Advertisement -

Related Articles

Latest Articles