শরিফুল রাজের সঙ্গে সংসার করার আর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। আর এমন কথা বলার পেছনে কারণ- দাম্পত্য কলহ। যার শুরুটা হয়েছিল চলতি বছর মে মাসের শেষ দিকে। ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের ঘনিষ্ঠ কিছু দৃশ্যের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর। এ নিয়ে জলঘোলা কম হয়নি।
অবশেষে মান-অভিমান ভুলে আবার এক হয়েছেন তারকা দম্পতি রাজ-পরী। গতকাল বুধবার তাদের দেখা গেল হাসিমুখে এক ফ্রেমে। তাদের মুখে হাঁসি ফোটালেন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি। অনেকের মতে, তাপসই রাজ-পরী আপস করিয়েছেন!
যাই হোক, মান-অভিমান ভুলে ভালোবাসার মানুষটিকে নিয়ে কথা বলেছেন রাজ। বুঝেছেন, বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে। আর তাই তো রাজের মুখে শোনা গেল, ‘পরীকে আমি বিয়ে করেছি, বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে। আসলে পরী সব ছেড়ে সন্তানকে নিয়ে সবসময় সেলিব্রেশন করে, করছে- আমার কাছে এটি ভালো লাগে। পরীকে তার জীবনের সুন্দর ও আনন্দের একটি উপহার সন্তান রাজ্যকে দিতে পেরেছি। আমার জন্য যা আনন্দের ও গর্বের।’
তিনি আরও বলেন, ‘ছেলের জন্য হলেও জীবনটা ঠিক করতে হবে আমার। সে এখন বড় হচ্ছে। পাঁচ-ছয় বছর পর সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। ওকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাই।’
একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য’র জন্মদিন ছিল ১০ আগস্ট। বিশেষ এদিনটি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে উদযাপন করেন পরী। সেখানে ছিলেন না রাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছেলের অনুষ্ঠানে কেন যাইনি, তা কেবল আমিই জানি। বিষয়টি অন্য কেউ বুঝবে না। এ নিয়ে কথা বলে কোনো লাভও হবে না। আর বললেও মানুষ হয়ত আমার কথা বিশ্বাস করবে না। আমাকে নিয়ে সবার অভিযোগ থাকতে পারে। তবে কলকাতা থেকে ফেরার পর বাবা হিসেবে অনুষ্ঠানের আগের রাতে ছেলেকে দেখতে গিয়েছিলাম। ছেলের সঙ্গে সময় কাটিয়েছি।’
উল্লেখ্য, মাত্র ৭ দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমণি। পরের বছর জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। সেই বছরই ১০ আগস্ট ছেলে সন্তানের বাবা-মা হন তারা।
এদিকে, চলতি বছর ২০ মে পরীকে রেখে নিজ জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। ২৯ মে রাতে অভিনেতার ফেসবুক থেকে তিন অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়, যা নিয়ে রাজ-পরীর দাম্পত্য জীবনে কলহের শুরু হয়।