0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

মোটরস্পোর্টের স্বপ্ন পূরণে ‘নীল’ ছবিতে ক্যাট

মোটরস্পোর্টের স্বপ্ন পূরণে ‘নীল’ ছবিতে ক্যাট

ক্যাট রাডা ছবি সংগৃহীত

ক্রীড়া বিশ্বে অন্যতম খরুচে খেলা মোটরস্পোর্ট। তবে এই খেলাতে নাম লেখাতে তর সইছে না ক্যাট রাডার। ২৩ বছর বয়সী এই রোমানিয়ান প্রতিযোগিতামূলক কার ড্রাইভার হিসেবে হুইলের পেছনে নিজেকে দেখতে মরিয়া। তবে এর জন্য আর্থিক বাধায় তিনি পেরে উঠছিলেন না। খবর দ্য সানের।

তবে রেসিং স্বপ্ন পূরণে হাল ছেড়ে দিতে রাজি নন ক্যাট। তাই বড়দের অনলাইন প্ল্যাটফর্ম অনলিফ্যানসে নিজের নাম লেখান তিনি এবং এখান থেকেই প্রয়োজনীয় অর্থ উপার্যন করতে চান।

- Advertisement -

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টারে এ নিয়ে ক্যাট বলেন, ‘আমি এখানে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কেননা আমি সত্যিই রেসিংয়ে নাম লেখাতে চাই। আমার সবসময়ই গাড়ির প্রতি ভালোবাসা ছিল। কিন্তু র‌্যালিতে না যাওয়ার আগ পর্যন্ত আমি বুঝিনি এটি কি।’

তিনি আরও বলেন, ‘তারপর থেকে, আমি এটির প্রতি এই আগ্রহ পাই এবং অবশ্যই এটি করতে চাই৷ এটিতে সুন্দর, সুনির্দিষ্ট এবং অনেক মানসিক শক্তির প্রয়োজন৷’

- Advertisement -

Related Articles

Latest Articles