
নতুন তিন ডিজিটের সুইসাইড প্রিভেনশন হটলাইন বাবদ আগামী তিন বছরে সরকার ১৫ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দ রাখছে বলে জানিয়েছেন মানসিক স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিন বেনেট। ৩০ নভেম্বর থেকে সংকটে থাকা যে কেউ কানাডার যেকোনো স্থান থেকে প্রশিক্ষিত কর্মীদের সঙ্গে ২৪ ঘণ্টা ফোন বা টেক্সট মেসেজের মাধ্যমে ৯৮৮ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। বিনামূল্যের এই সেবা পাওয়া যাবে ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায়।
এই হটলাইন চালু ও পরিচালনার জন্য সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথ এই অর্থ পাবে। মন্ত্রণালয় ডিস্ট্রেস সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতেও ২ কোটি ১০ লাখ ডলার দিচ্ছে। কারণ, তারা বর্ধিত চাহিদার মুখে রয়েছে।
কনজার্ভেটিভ এমপি টড ডোহার্টি ২০২০ সালের ডিসেম্বরে জাতীয় সুইসাইড প্রিভেনশন হটলাইন চালুর একটি প্রস্তাব উত্থাপন করেন এবং হাউস অব কমন্সে সর্বসম্মতভাবে তা পাস হয়।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.