
এমপি নির্বাচনে আর দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন মানিসক স্বাস্থ্য ও মাদকাসক্ত বিষয়ক মন্ত্রী ক্যারোলিন বেনেট। তিনি বলেন, এটা জানাতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তিনি দেখা করেছেন।
টরন্টোতে ৯৮৮ সুইসাইড ক্রাইসিস হটলাইনের জন্য তহবিলের ঘোষণা দেওয়ার সময় এ কথা জানান তিনি। দীর্ঘদিনের এই লিবারেল হাউস অব কমন্সের প্রথম সদস্য নির্বাচিত হন ১৯৯৭ সালে। তার আগে তিনি ফ্যামিলি ফিজিশিয়ান এবং ইউনিভার্সিটি অব টরন্টোতে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান দায়িত্বের আগে তিনি ক্রাউন ইন্ডিজিনাস রিলেশন মন্ত্রী এবং ইন্ডিজিনাস অ্যান্ড নর্দার্ন অ্যাফেয়ার্স মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সাবেক প্রধানমন্ত্রী পল মার্টিনের আমলে জনস্বাস্থ্য বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।