
অন্টারিও লাইন ভেহিকল দেখতে কেমন হবে প্রথমবারের মতো তার একটি নমুনা দেখানো হয়েছে টরন্টোর বাসিন্দাদের। মেট্রোলিংক্স সাবওয়ে কারের একটি ডিজিটাল ছবি টুইটারে প্রকাশ করেছে। চালকবিহীন পুরোপুরি স্বচালিত এই সাবওয়ে কারে থাকছে ডিজিটাল স্ক্রিন, অনবোর্ড ওয়াই-ফাই, চার্জিং পোর্ট, বাইক পার্কিং এবং হুইল চেয়ারে ওঠার ব্যবস্থা।
স্টেশনগুলোতে থাকছে প্ল্যাটফরম এজ ও দরজা। বিদ্যমান টিটিসি অবকাঠামোতে এসব অবকাঠামোর দাবি তোলার পর এগুলো সন্নিবেশিত করা হচ্ছে।
মেট্রোলিংক্স জানিয়েছে, অন্টারিও লাইনের কাজ শেষ হওয়ার পর এতে দৈনিক ৪ লাখ ট্রিপ হবে। সেই সঙ্গে টিটিসির ব্যস্ততম লাইন ১-এর ওপর চাপ ১৫ শতাংশ হ্রাস করবে।
১৫ স্টপেজের ১৫ দশমিক ৬ কিলোমিটার অন্টারিও লাইন শুরু হবে এক্সিবিশন প্লেস থেকে এবং উত্তরে অন্টারিও সায়েন্স সেন্টারে পৌঁছানোর আগে তা ডাউনটাউন কোরের মধ্য দিয়ে কুইন স্ট্রিট বরাবর যাবে। ২০৩১ সালের মধ্যে অন্টারিও লাইনের কাজ শেষ করার কথা রয়েছে।