
মাত্র ১৬৪ রানের অল্প পুঁজি নিয়েও শুরুতে লড়াই করেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেননি টাইগাররা। সামারাবিক্রমা ও আশালঙ্কার কার্যকরী ব্যাটিংয়ে ৬৬ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এর আগে, টস জিতে ব্যাটারদের ব্যর্থতায় ১৬৪ রানে গুটিয়ে যায় টাইগাররা।
১৬৪ রানের পুঁজি নিয়ে বল করতে এসে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নকে বোল্ড করলেন তাসকিন আহমেদ। ৩ বলে ১ রান করেন তিনি। নিজের প্রথম ওভারে ৯ রান দিলেও শরিফুল দ্বিতীয় ওভারে দলকে সাফল্যে ভাসালেন।
মুশফিককে ক্যাচ দিয়ে শরিফুলের বলে উইকেট হারান পাথুম নিশাঙ্কা। ১ চারে ১৩ বলে ১৪ রান করে ফিরলেন নিশাঙ্কা। ১৫ রান তুলতেই দুই উইকেট খুইয়ে বসে শ্রীলঙ্কা। লঙ্কান শিবিরে এরপর আঘাত হানেন সাকিব আল হাসান। নড়বড়ে কুশল মেন্ডিসকে বোল্ড করেন তিনি। ২১ বলে ৫ রানে আউট হন মেন্ডিস।