
কনম্যান সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকুলিন ফার্নান্দেজ
প্রায় ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। এই মুহূর্তে ভারতের দিল্লির মান্ডোলি জেলে রয়েছেন তিনি। কিন্তু বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রতি তার প্রেম একটুও কমেনি। ঘনিষ্ট সূত্রের খবর, জেলে বসেই নিয়মিত নায়িকাকে চিঠি লিখছেন তিনি।
তেলুগু ভাষায় জ্যাকুলিনকে ‘বুট্টা বোম্মা’ বলে ডাকতেন সুকেশ, যার অর্থ সুন্দর পুতুল।
সম্প্রতি এক চিঠিতে সুকেশ লিখেছেন, ‘আমার বুট্টা বোম্মা, জন্মদিনে তোমাকে অনেক মিস করছি। আমি আমার চারপাশে তোমার উপস্থিতি মিস করি। আমি জানি আমার প্রতি তোমার ভালোবাসা কখনও শেষ হবে না। আমি জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে এবং এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি।’
জ্যাকুলিনের সঙ্গে সুকেশের সম্পর্কের কথা প্রায় সবার জানা। যদিও সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক জনসমক্ষে স্বীকার করেননি বলিউড অভিনেত্রী। তবে এই সম্পর্কের জেরে কম ঝামেলা পোহাতে হয়নি ‘কিক’ অভিনেত্রীকে।
প্রতারণাকাণ্ডের তদন্তের কারণে গত এক বছরে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে। শুধু তাই-ই নয়, অভিনেত্রীর বিদেশযাত্রায়ও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। যদিও সম্প্রতি শিথিল হয়েছে সেই কড়াকড়ি।