
বাবার সঙ্গে প্রেম ও পরকীয়া করার অভিযোগে প্রকাশ্যে বাবা ও তার প্রেমিকাকে বেধড়ক পিটিয়েছে দুই মেয়ে। এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনাটি ভারতের রাজস্থানে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় গাড়ি থামিয়ে দুই মেয়ে তার বাবা এবং সঙ্গে থাকা এক নারীকে মারধর করছে। এ ঘটনা দেখে রাস্তায় ভিড় জমায় সাধারণ পথচারীরা।
যদিও গাড়িটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত বাবা। এরপরই লোকজনের সাহায্যে গাড়ির ভেতর চালকের আসনে বসে থাকা বাবা এবং সঙ্গে থাকা বান্ধবীকে একপ্রকার জোর করেই গাড়ি থেকে নামিয়ে আনা হয়।
এরপরই শুরু হয় ওই নারীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। বাদ যায়নি বাবাও।
মেয়েদের অভিযোগ, গাড়িতে থাকা ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বাবার। এই নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। আর এদিন হাতেনাতে বাবাকে ওই নারীর সঙ্গে ধরতে পেরে মাথা ঠিক রাখতে পারেননি তারা। অনেকবার নিষেধ করেও কাজ না হওয়ায় আজ তারা একাজ করতে বাধ্য হয়েছেন।