13.7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মরক্কো, নিহত ২৯৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মরক্কো, নিহত ২৯৬

আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৯৬ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি মরক্কোর প্রাচীন শহর ও পর্যটন কেন্দ্র মারাকেশে আঘাত হানে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বতার দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

- Advertisement -

ভূমিকম্পে ১৫৩ জনের বেশি আহত হয়েছে বলে জানানো হয়েছে। ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-হাউজ, মারাকেচ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পে এই প্রাণহানি হয়েছে। আহত ১৫৩ জন এসব এলাকার বিভিন্ন হাসপাতালে রয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের শহর মারাকেচের বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, পুরোনো এই শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে। রয়টার্সের খবরে জানা গেছে, স্থানীয় কর্মকর্তা বলেছেন, বেশির ভাগ প্রাণহানি পাহাড়ি এলাকায় হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles