12.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

চামড়া মোটা করে কাজে নামতে হবে: কৌশানী

চামড়া মোটা করে কাজে নামতে হবে: কৌশানী - the Bengali Times
অভিনেত্রী কৌশানী মুখার্জি

বিভিন্ন সময়েই কটু কথা কিংবা ট্রলের শিকার হয়েছেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। তবে এখন আর সেসব নিয়ে মাথা ঘামান না তিনি। সম্প্রতি এক পার্টিতে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে উদ্দাম নাচে মেতে উঠেছিলেন কৌশানী, যা নিয়ে রীতিমতো ট্রল করে যাচ্ছেন নেটিজেনরা।

এরপর ট্রলের শিকার হচ্ছেন অভিনেত্রী। তার ভাষ্যে, ‘ফেমাস বলেই ট্রল হয়– এটা আমার কাছে এখন স্পষ্ট। এও বুঝেছি, ট্রলের জন্য গায়ের চামড়া মোটা করেই যে কোনো কাজে নামতে হবে, তা রাজনীতি হোক কিংবা অভিনয়। কে কী বলল, তা ভাবনায় আনা যাবে না। সেজন্যই সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যগুলো পড়া বন্ধ করে দিয়েছি।’

- Advertisement -

সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের ট্রলকেই তিনি আর পাত্তা দেন না। যে বিষয়টি নিয়ে ট্রল হচ্ছে, সেটিও সাধারণ একটা ঘটনা।

মূলত ‘আবার প্রলয়’ সিরিজের সাফল্য উদযাপন করতেই এক পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে পরিচালক রাজ চক্রবর্তীর নাচের সঙ্গী হয়েছিলেন তিনি। তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রীও উপস্থিত ছিলেন সেই পার্টিতে। তিনি অন্তঃসত্ত্বা বলে নাচে অংশ নেননি। সে কারণেই নাচে রাজের সঙ্গী হয়েছেন। এই সাধারণ বিষয়টি ট্রলকারীরা তিল থেকে তালে রূপান্তরিত করবে– তা স্বপ্নেও ভাবেননি কৌশানী।

তার কথায়, ‘সফলভাবে সামনে এগিয়ে যেতে হলে, ‘ট্রল’ নামক শব্দগুলো এড়িয়ে চলতেই হবে। নিজের কাজ যতক্ষণ সৎ ও সঠিকভাবে করে যাচ্ছি, ততক্ষণ কোনো কিছু নিয়েই ভাবনা নেই।’

- Advertisement -

Related Articles

Latest Articles