12.3 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বিএনপির কেউ মার্কিন ভিসানীতির আওতায় পড়ার শঙ্কা নেই: শামা ওবায়েদ

বিএনপির কেউ মার্কিন ভিসানীতির আওতায় পড়ার শঙ্কা নেই: শামা ওবায়েদ - the Bengali Times
শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বলেছেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছি। সেখানেও বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের নেতাকর্মীরা মার খাচ্ছে। একের পর মামলা হচ্ছে আমাদের নামে। তো আমরা বলতে পারি, নিষেধাজ্ঞার তালিকায় বিএনপির কারো নাম আসার মতো পরিবেশ সৃষ্টি হয়নি।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। বিরোধী দলের স্পেস সংকুচিত করে দিয়েছে সরকার। সামনে নির্বাচন, অথচ লেভেল প্লেইং ফিল্ড নেই। ঢাকাস্থ মার্কিন কর্মকর্তারা তো বিষয়গুলো জানেন। তারা সেভাবেই রিপোর্ট করেছেন। আর সে কারণেই নতুন ভিসানীতি করেছে যুক্তরাষ্ট্র।

- Advertisement -

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা বিষয়টি জেনেছি। কিন্তু এতে কী আছে না আছে, এখনো কিছুই স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত জানার আমি মতামত দেবো।

- Advertisement -

Related Articles

Latest Articles