11.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

তরুণীর স্কুটারে বসে ঘুরছেন রাহুল গান্ধী!

তরুণীর স্কুটারে বসে ঘুরছেন রাহুল গান্ধী!
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল শনিবার দেশটির জয়পুর সফরে যান

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল শনিবার দেশটির জয়পুর সফরে যান। পুরোদিন ধরে জয়পুরে অবস্থান করেন তিনি। সেখানে মহিলা কলেজের এক শিক্ষার্থীর স্কুটারে করে ঘুরেছেন তিনি। ইতিমধ্যে এ ঘটনার ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাবেক কংগ্রেসপ্রধানের চতুর্পাশে ছিল শিক্ষার্থী, শিক্ষক ও নিরাপত্তা দল। তার মাঝেই স্বল্প সময়ের জন্য এক শিক্ষার্থীর স্কুটারের পেছনে বসে ঘুরেন রাহুল।

- Advertisement -

ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তি পরে থাকা সেই তরুণীর পেছনে সাদা টিশার্ট পরে বসে আছেন রাহুল গান্ধী। দু’জনের মাথাতেই আছে হেলমেট। রাহুল নিজের হাঁটুতে হাত দিয়ে ভর রেখেছেন। তাদের চারপাশে অনেকেই স্কুটার ও বাইক চালাচ্ছিলেন। রাহুলের নিরাপত্তারক্ষীরাও আশেপাশেই ছিলেন। মহারানি কলেজের আরও অনেক শিক্ষার্থী সেখানে ভিড় করে ছিলেন।

জানা যায়, রাহুল যে তরুণীর বাইকে বসেছিলেন তার নাম মীমাংসা উপাধ্যায়। রাহুল গান্ধী এক্সে সেই শিক্ষার্থীর নাম প্রকাশ করেছেন। বার্তায় লেখেন, মীমাংসা উপাধ্যায়ের মতো নারীদের হাত শক্ত করা উচিত। কারণ তারাই দেশের ভবিষ্যৎ।

রাহুলের বাইক বসে থাকার সেই ভিডিও আলাদা করে পোস্ট করেছে কংগ্রেস। দলের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে রাহুলের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয় রাজস্থানে জয়নায়ক।

- Advertisement -

Related Articles

Latest Articles