9.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

চুমু খেয়ে ফের আলোচনায় জয়া

চুমু খেয়ে ফের আলোচনায় জয়া
দশম অবতার ছবির দৃশ্যে জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহিসান। দীর্ঘ বিরতি ভেঙে সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দশম অবতার’ নামের এই সিনেমার ট্রেইলার রোববার (২৪ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়। প্রায় সোয়া তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেইলারে একটি দৃশ্যে দেখা যায়-জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যকে চুম্বনরত অবস্থায়।

এছাড়া ট্রেইলারে আঁচ করা যাচ্ছে, কোনো এক ব্যক্তি নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার মনে করে একের পর এক খুন করে চলেছে। আর তাকেই খুঁজে বের করার মিশনে নামে পুলিশ কর্মকর্তা প্রবীর রায় চৌধুরী ও ইনসপেক্টর পোদ্দার। ট্রেইলারের প্রায় পুরোটাই রহস্যের চাদরে মুড়ে রাখা হয়েছে।

- Advertisement -

এর আগেও ওপার বাংলার ‘রাজকাহিনী’ সিনেমায় জয়ার অন্তরঙ্গ দৃশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার জয়ার চুম্বন দৃশ্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে তার এমন সাহসী অভিনয়ের যেমন প্রশংসা করছেন, তেমনি কেউ কেউ করছেন সমালোচনা।

সিনেমায় প্রবীর রায় চৌধুরীর ভূমিকায় আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। খুনির চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

- Advertisement -

Related Articles

Latest Articles