-1.5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

চুরি হওয়া ২২টি গাড়ি উদ্ধার পিল পুলিশের

চুরি হওয়া ২২টি গাড়ি উদ্ধার পিল পুলিশের
পিল পুলিশ বৃহস্পতিবার প্রজেক্ট ভিনি শীর্ষক বছলব্যাপী তদন্তের ফলাফল প্রকাশ করে প্রজেক্ট ভিনির আওতায় পুরো অঞ্চলজুড়ে ব্যাপক মাত্রায় গাড়ি চুরির ঘটনা তদন্ত করা হয়

প্রায় ২০ লাখ ডলার মূল্যমানের দুই ডজনের মতো চুরি যাওয়া গাড়ি উদ্ধার করেছে পিল রিজিয়নাল পুলিশ। সেই সঙ্গে গ্রেটার টরন্টো এরিয়ায় গাড়ি চোর চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পিল পুলিশ বৃহস্পতিবার প্রজেক্ট ভিনি শীর্ষক বছলব্যাপী তদন্তের ফলাফল প্রকাশ করে। প্রজেক্ট ভিনির আওতায় পুরো অঞ্চলজুড়ে ব্যাপক মাত্রায় গাড়ি চুরির ঘটনা তদন্ত করা হয়। পিল

- Advertisement -

রিজিয়নাল পুৃলিশের ডেপুটি প্রধান মার্ক এন্ড্রুজ বলেন, সংঘবদ্ধ চোরেদের একটি গ্রুপ ব্র্যাম্পটন এলাকা থেকে একটি রেঞ্জ রোভার চুরি করার পর গত বছরের আগস্টে তদন্ত শুরু করে তারা। পিল এবং ইয়র্ক রিজিয়নে একই ধরনের গাড়ি চুরির সঙ্গে এই চুরিটি সংযোগ ঘটাতে সক্ষম হন তদন্তকারীরা। একই গ্রুপটি সেখানেও চুরির সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হয়।

তিনি বলেন, তদন্তের নাম প্রজেক্ট ভিনি দেওয়ার কারণ হলো চুরি যাওয়া কিছু গাড়ি অবৈধভাবে বিক্রির আগে সার্ভিস অন্টারিওতে জালিয়াতির মাধ্যমে রি-ভিন্ড বা রি-রেজিস্টার্ড করা। তদন্তের ফলাফল হিসেবে পুলিশ ১৩টি ল্যান্ড রোভার, পাঁচটি ডজ র‌্যাম, দুটি পোরশে, একটি হোন্ডা সিআরভি এবং একটি ক্যাডিলাক এসআরএক্স উদ্ধার করে। এগুলোর আনুমানিক মূল্য ১৯ লাখ ৫০ হাজার ডলারের মতো।

পুুলিশ জানিয়েরেছ, প্রজেক্ট ভিনির আওতায় ছয় সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তারা হলেন ২৭ বছর বয়সী রবার্ট রামনারিন, ৩২ বছর বয়সী গাজান করুনানিধি, ২৩ বছর বয়সী রিয়াজ মোহাম্মদ, ২৯ বছর বয়সী ভ্যান জর্জ জাগলি, ২৫ বছর বয়সী হাপিশান সিভাসেগারান এবং ৩৬ বছর বয়সী ওনিল রিকেটস।

তাদের মধ্যে কছেশৎনের বিরুদ্ধে নথি জালিয়াতির একাধিক অভিযোগ আনা হয়েছে। বাকিদের বিরুদ্ধে অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ রাখার অভিযোগ আনা হয়েছে। সব মিিলয়ে তদন্তকারীরা এই মামলায় মোট ৪২টি অভিযোগ দায়ের করেছেন।

তবে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আরও দুইজনকে খুঁজছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ৩৯ বছর বয়সী ক্যালিভন পিকক এবং অন্যজনের পরিচয় জানা যায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles