13.9 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

টরন্টোকে পতনোন্মুখ শহর বললেন শীর্ষ ব্যবসায়ী

টরন্টোকে পতনোন্মুখ শহর বললেন শীর্ষ ব্যবসায়ী - the Bengali Times
ক্যাল্ডওয়েল ইনভেষ্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও টরন্টো স্টক এক্সচেঞ্জের সাবেক গভর্নর থমাস ক্যাল্ডওয়েল গ্লোব

টরন্টোকে পতনোন্মুখ শহর দাবি করে জাতীয় পত্রিকায় পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন ছেপেছেন শীর্ষস্থানীয় এক ব্যবসায়ী। ক্যাল্ডওয়েল ইনভেষ্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও টরন্টো স্টক এক্সচেঞ্জের সাবেক গভর্নর থমাস ক্যাল্ডওয়েল গ্লোব অ্যান্ড মেইল পত্রিকায় বিজ্ঞাপনটি প্রকাশ করেন।

ক্যাল্ডওয়েল লিখেছেন, গত দুই সপ্তাহে মৌখিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। সেই সঙ্গে সিটিতে একাধিক শাউটার ঘটনার অভিজ্ঞতাও হয়েছে তার। স্যুট টাই পরার কারণেই তিনি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে তার ধারণা।

- Advertisement -

তবে সিটিভি নিউজ টরন্টো এসব ঘটনার সত্যতা নিরপেক্ষভাবে নিশ্চিত করতে পারেনি।

সিপি২৪কে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার ক্যাল্ডওয়েল বলেন, কারো এ ব্যাপারে কথা বলা প্রয়োজন এটা ভেবেই বিজ্ঞাপনটি ছেপেছেন তিনি। আমাকে যেটা অবাক করেছে তা হলো বিপুল সমর্থন, ইমেইল, চিঠি ও ফোনকোল পাওয়া। বহু মানুষ তাদের নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছেন।

টরন্টোকে পতনোন্মুখ শহর উল্লেখ করে বিজ্ঞাপনের ব্যাপারে সোমবার নিজের বক্তব্য দিয়েছেন টরন্টো মেয়র অলিভিয়া চাউ। তিনি বলেন, আমাকে যেটা সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী করে তা হলো আমাদের শহরটি ভাইব্রেন্ট, বৈচিত্র্যপূর্ণ, উৎসবমুখর এবং জনগণের প্রত্যেকে একে অপরের সাহচর্য উপভোগ করছেন। তবে কিছু ক্ষেত্রে উন্নতি করতে হবে। বিশেষ করে সুরক্ষা ও ক্রয়ক্ষমতার। কিন্তু এসব বিষয়ে আমরা কাজ করতে পারি। টরন্টো যে পতনোন্মুখ শহর এই দাবির সঙ্গে আমি পুরোপুরি একমত হতে পারছি না।

- Advertisement -

Related Articles

Latest Articles