13.3 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

হাসপাতালের প্রধানকে দিয়ে টয়লেট পরিষ্কার করালেন এমপি

হাসপাতালের প্রধানকে দিয়ে টয়লেট পরিষ্কার করালেন এমপি - the Bengali Times
হাসপাতালের প্রধানকে দিয়ে টয়লেট পরিষ্কার করালেন এমপি ছবি সংগৃহীত

মাত্র ৪৮ ঘণ্টায় এক সরকারি হাসপাতালে ৩১ রোগীর মৃত্যুর পর সচেতন হয় সরকার। তাড়াতাড়ি করে ওই হাসপাতালে যান ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য (এমপি)। পর্যবেক্ষণ করেন সেখানকার সবশেষ পরিস্থিতি। একপর্যায়ে নোংরা টয়লেট দেখতে পায়। তখন সেই নোংরা টয়লেট হাসপাতালের প্রধানকে দিয়েই পরিষ্কার করান এমপি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ অক্টোবর) ক্ষমতাসীন দল শিব সেনার এমপি হেমন্ত পাতিল রাজ্যের শঙ্করাও চৌহান সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে নোংরা টয়লেটটি তার চোখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালটির প্রধান (ডিন) শ্যামরাও ওয়াকোদেকে ধরেন এবং তাকেই এটি পরিষ্কার করতে বলেন।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ডিন শ্যামরাও ঝাড়ু দিয়ে টয়লেটটি পরিষ্কার করছেন আর এমপি পাইপ দিয়ে পানি ছিটাচ্ছেন।

হাসপাতালটিতে দু’দিনে এত মানুষের মৃত্যুর জন্য পর্যাপ্ত ওষুধ ও কর্মীর অভাবকে দুষছেন ভুক্তভোগীরা। তবে হাসপাতালের প্রধান দাবি করেন সবার অবস্থা আশঙ্কাজনক ছিল বলেই মৃত্যু হয়েছে।

সূত্র: এনডিটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles