0.5 C
Toronto
রবিবার, মার্চ ৩০, ২০২৫

একা একা সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলতাম: সিঁথি

একা একা সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলতাম: সিঁথি - the Bengali Times
কণ্ঠশিল্পী সিঁথি সাহা ছবি সংগৃহীত

সম্প্রতি মা হলেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা। গত ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসপাতালে তিনি কন্যা সন্তান জন্ম দেন। গত বছর ক্যান্সারে আক্রান্ত হন তিনি। তা নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন এই তারকা।

কণ্ঠশিল্পী সিঁথি সাহা বলেন, ‘গত বছর আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। আমার খুব কাছের দুই একজন ছাড়া কাউকেই জানাইনি এমনকি বাবা মাকেও বলিনি কারন তারা আমার জন্য চিন্তা করে অসুস্থ হয়ে পড়বেন বলে।’

- Advertisement -

‘অসুস্থতা নিয়ে কারও থেকে করুনাও পেতে চাইনি, কাউকে বিব্রতও করতে চাইনি। নিজে নিজে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নিয়েছি।’

ক্যান্সারের স্টেজ নিয়ে তিনি বলেন, ‘ভালো খবর হলো প্রাথমিক ধাপে ক্যান্সার ধরা পড়ে। তাই অল্পের উপর দিয়ে বেঁচে গেছি। ভালোভাবে আমার চিকিৎসা শেষ হয়েছে। যদিও এই রোগের কোন গ্যারান্টি নেই।’

সবার প্রতি ভালোবাসা জানিয়ে সিঁথি আরও বলেন, ‘আপনাদের সবার ভালোবাসা আমার শক্তি, এ কয়দিন ধরে সবার অসংখ্য বার্তা আমি পেয়েছি, সবাই প্রার্থনা করেছেন আমার জন্য। কিন্তু কেউ ঘাবড়ে যেয়েন না,আমি এখন পুরোপুরি সুস্থ আছি।’

এতো বড় অসুখ নিয়ে কাজ করে গেছেন এই তারকা, তিনি বললেন, ‘আমি ক্যান্সার নিয়েও কাজ করেছি, অতটা অসুস্থতা বোধ করিনি, হ্যাঁ মানসিকভাবে ভেঙ্গে পড়তাম, একা একা সৃষ্টিকর্তার সাথে কথা বলতাম ,কান্না করতাম কিন্তু কাউকে বুঝতে দেই নি।’

দেশে ফেরা প্রসঙ্গে জানা গেল, তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন আর কাজেও নিয়মিত হবেন ।

- Advertisement -

Related Articles

Latest Articles