6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

‘রহস্যময়ী’ নারীর ছবি দিয়ে যা বললেন সালমান

‘রহস্যময়ী’ নারীর ছবি দিয়ে যা বললেন সালমান
ছবি সংগৃহীত

সালমান খানের প্রেম কিংবা বিয়ে নিয়ে ভক্ত অনুরাগীদের যেন কৌতূহলের শেষ নেই। রোববার নিজের এক্স অ্যাকাউন্টে ‘রহস্যময়ী’ এক নারীর সঙ্গে ছবি দিলেন ভাইজান।

তার সেই ছবি ঘিরে ভক্তদের মাঝে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। ভক্তদের প্রশ্ন একটাই, কে এই ‘রহস্যময়ী’?।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সালমান লিখেছেন, আগামীকাল আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ শেয়ার করতে চলেছি। আমি সবসময় তোমার সাথে থাকব।

তবে অভিনেতার সঙ্গে ছবিতে রহস্যময়ী নারীর মুখ দেখা যায়নি। উভয়ের পরনে রয়েছে সাদা প্যান্ট ও জ্যাকেট। মেয়েটির জ্যাকেটে লেখা ২৭/১২ অর্থাৎ ২৭ ডিসেম্বর যা সালমান খানের জন্মদিন।

সালমানের এই ছবিতে ভক্তদের কমেন্টের ঝড় চলছে। কেউ ভালোবাসা জানিয়েছেন, কেউ আবার লিখেছেন, ভাবী নাকি? কেউ লিখেছেন, গোপনেই বিয়ে করে ফেলেছেন নাকি? কেউ আবার বিয়ে না করার অনুরোধ করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরে মুক্তি পেতে চলেছে টাইগার সিনেমার তৃতীয় ইনস্টলমেন্ট। ক্যাটরিনা কাইফের সঙ্গে আবার দেখা যাবে সালমানকে। সিনেমাটিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সালমানকে। ফলে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ট্রেলার।

- Advertisement -

Related Articles

Latest Articles