আলহামদুলিল্লাহ। অবশেষে দীর্ঘ প্রস্তুতি ও প্রতীক্ষার পরে প্যান্ডেমিক পরবর্তী এ ই একাডেমির নিয়মিত আয়োজন ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ, শুভাকাঙক্ষীদের জন্য BBQ party সফল ভাবে আয়োজন করলাম। এ ই একাডেমির পরিচালক শিক্ষা ও প্রধান সমন্বয়কারী সকলের প্রিয় শুভ্রা রহমানের পরিকল্পনা ও সার্বিক নির্দেশনায় গতকাল ১৫ই অক্টোবর ছাত্র ছাত্রীরা মেতেছিল এক অন্যরকম আনন্দে। সবাই স্বেচ্ছাশ্রম দিয়ে অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করেছে।
মসজিদ আল আবেদিনের খতিব ও প্রধান মতোয়াল্লি মুফতি আসলাম উদ্দিন আল আযহারী, প্রাদেশিক সরকারের ডেপুটি লিডার অফ দা হাউস ডলি বেগম MPP এসেছিলেন এবং বাচ্চাদের সাথে ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছেন,উপভোগ করেছেন আমাদের এই BBQ আয়োজন। কমিনিউটির অনেকে এসছেন এবং শুভকামনা জানিয়েছেন আমাদের এবং প্রশংসা করেছেন এধরনের ব্যতিক্রম উদ্যোগের জন্য।
আমরা সবার কাছে কৃতজ্ঞ তাদের উপস্থিতির জন্য ও সহযোগিতার জন্য।
বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমার এনডিসি ৮৫ বন্ধু ফরিদ, জাহিদ,আশরাফ, মোমিন ও এনডিসি এর ছোট ভাই মাহবুব, মামুন কে সকাল থেকে এর প্রস্তুতির সহায়তার জন্য, বিশেষ কৃতজ্ঞতা জামিল ভাই, লায়েক ভাই, নান্নু ভাই (সালাদ স্পেশালিস্ট) রশিদ ভাই ও the master chef zaman ও বাদল ভাইকে গভীর কৃতজ্ঞতা জানাই BBQ সেকশনকে নেতৃত্ব দেওয়ার জন্য।
আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার বড়ভাই জোসেফ কে যে আগের রাতে সারারাত ড্রাইভ করে NY থেকে এসে BBQ তে সকাল থেকে রাত অব্দি সময় দেওয়া ও কাজের সমন্বয় করার জন্য।
ধন্যবাদ মিডিয়া সংশ্লিষ্ঠ সবাইকে আসার জন্য এবং এ কাজে আমাকে সব সময় সাহায্য করেন বড় ভাই সাংবাদিক ও কলামিস্ট সওগাত আলী সাগর ও ছোট ভাই সাংবাদিক মাহবুব ওসমানী কে।
প্রবাসী টিভির দিন ইসলাম ভাই ও আজকাল সম্পাদক মাহবুব চৌধুরী রনি ভাইকেও কৃতজ্ঞতা তাদের সক্রিয় অংশগ্রহণের জন্য।
এনডিসি ৮৫ এর বন্ধু মঞ্জুকে ধন্যবাদ এ ই একাডেমির বাচ্চাদের জন্য সুন্দর কেক উপহারের জন্য।
আমরা আপনাদের ভালোবাসা ও সহমর্মিতার জন্য চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে।