
যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের কারণে স্বামীকে ত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।তার স্বামী অ্যান্দ্রে গিয়ামব্রুনো একজন টিভি সাংবাদিক। একজন নারী সহকর্মীকে উদ্দেশ্য করে করা তার যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন মেলোনি। সেই ঘটনাই গড়ায় বিচ্ছেদে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নারী সহকর্মীকে উদ্দেশ্য করে আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের কারণেই গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেন করেছেন মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, `প্রায় ১০ বছর আমরা ও গিয়ামব্রুনোর সম্পর্ক ছিল। কিন্তু আর কোনো সম্পর্ক নেই।’
এই দম্পতির একটি সাত বছর বয়সী মেয়ে আছে। মেলোনি আরও বলেন, `আমি তার সঙ্গে দারুণ কিছু বছর কাটিয়েছি। অনেক বাধা অতিক্রম করেছি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার সে আমাকে দিয়েছে। আমার মেয়ে জিনভারা। আমি সেজন্য তাকে ধন্যবাদ জানাই।’
মেলোনি বলেন, বেশ কয়েকদিন ধরেই আমাদের পথ আলাদা হয়ে গেছে। এখন সময় এসেছে সেটা জানানোর।
ফাঁস হওয়া একটি কথোপকথনে গিয়ামব্রুনোকে তার এক নারী সহকর্মীর উদ্দেশে বলতে শোনা যায়—‘কেন তোমার সঙ্গে আমার আগে দেখা হলো না?’