5.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

প্রেমিকাকে দেখেই দৌড়ে পালাল প্রেমিক!

প্রেমিকাকে দেখেই দৌড়ে পালাল প্রেমিক! - the Bengali Times

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে শনিবার অনশন করছে এক ছাত্রী। এ সময় ওই ছাত্রীকে দেখে বাড়ি থেকে দৌড়ে পালিয়েছে প্রেমিক মোহাম্মদ জাকির হোসেন।

বাড়ি থেকে বিতাড়িত করতে ওই ছাত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে জাকিরের বাড়ির লোকজনের বিরুদ্ধে। জাকির উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম ভাবনহাটী হাটি গ্রামের বাসিন্দা।

- Advertisement -

জানা যায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জাকির ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ১৫ দিন ধরে ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করেন জাকির। এমনকি তার ফোন রিসিভ করছেন না জাকির। এতে কোনো উপায় না পেয়ে ওই ছাত্রী শনিবার বিয়ের দাবিতে অনশন শুরু করে। পরে তাকে মারধর করে জাকিরের বাড়ির লোকজন। এ ঘটনায় লিখিত অভিযোগ করেছে ওই ছাত্রী।

পুলিশ পরিদর্শক ইন্দ্রজিৎ মল্লিক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles