5.3 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

হিজাব ইস্যু : ইরানের সেই কিশোরীর ‘ব্রেন ডেথ’

হিজাব ইস্যু : ইরানের সেই কিশোরীর ‘ব্রেন ডেথ’ - the Bengali Times
ছবি ডয়েচে ভেলে

ইরানে হিজাব ইস্যুতে হামলার শিকার হয়ে কোমায় থাকা কিশোরীর ‘ব্রেন ডেথ’ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নরওয়েভিত্তিক কুর্দিকেন্দ্রিক মানবাধিকার সংগঠন হেনগাও জানায়, হামলার শিকার কিশোরীর নাম আরমিতা গারাওয়ান্দ। হামলায় গুরুতর আহত হয়ে এই কিশোরী কোমায় চলে যায়। এর পর থেকে হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

- Advertisement -

হেনগাওের দাবি, হিজাবসহ নারীদের পোশাক নিয়ে দেশটির কঠোর বিধি না মানার অভিযোগে আরমিতাকে মারধর করা হয়েছে। তবে ইরানের কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে আসছে।

৩ অক্টোবর তেহরানের শোহাদা মেট্রো স্টেশনে হিজাব ইস্যুতে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পুলিশের এক নারী সদস্য তাকে মারধর করেন।

এর আগে ইরানের বাধ্যতামূলক ইসলামি পোশাকবিধি অমান্য করার অভিযোগে গত বছরের ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাসা আমিনিকে (২২) আটক করেছিল দেশটির নীতি পুলিশ। পরে ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়ে দেশটি।

এ ঘটনার এক বছরের মাথায় পোশাকবিধির কারণে হামলার শিকার হলেন আরমিতা।

- Advertisement -

Related Articles

Latest Articles