
আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। এবারের লড়াই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার লড়াই। এবারের লড়াই জনগণের অর্থনৈতিক মুক্তির লড়াই। এই লড়াইয়ে জিততেই হবে।
তিনি বলেন, দখলদার সরকার দেশে, বিদেশে বন্ধুহীন, এতিম হয়ে পড়েছে। গণতন্ত্রকামী মানুষ জেগে উঠেছে। আগামী ২৮শে অক্টোবর থেকে শেষ লড়াইয়ের শুরু। একের পর এক এমন কর্মসূচি দেব, ওরা (সরকার) পালাবার পথ পাবে না। কয়েকটা দিন অপেক্ষা করেন।
রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে যোগদান করে এক আলোচনা সভায় মঙ্গলবার তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, দেশকে বাঁচাতে, দেশের অর্থনীতিকে বাঁচাতে, দেশের জনগণকে বাঁচাতে সেই লড়াইয়ে আপনাদের সবাইকে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সেই শেষ লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।