
গত ৬ অক্টোবর চিলিওয়াক বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে দুইজনই ভারতীয় বলে সেদেশের গণমাধ্যমের খবরে উঠে এসেছে। খবরে বলা হয়েছে, অভয় গুরু ও ইয়াশ বিজয় রামগড় উভয়েই ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। ওইদিন বেলা ২টার দিকে চিলিওয়াক মোটর ইনের কাছে পাইপার সেনেকা উড়োজাহাজটি যখন বিধ্বস্ত হয় তখন তারা পাইলটের প্রশিক্ষণ নিচ্ছিলেন।
উড়োজাহাজটি মালিক লাঙ্গলিভিত্তিক ফ্লাইট স্কুল স্কাইকুয়েস্ট এভিয়েশন। সিটিনিউজকে তারা জানিয়েছে, কী ঘটেছিল তা তারা তদন্ত করে দেখছে। তবে এর বেশি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে তারা।
এ ঘটনায় ৬ অক্টোবর রাতে আরসিএমপির সঙ্গে যোগাযোগের কথা স্বীকারে করেছে কানাডায় ভারতীয় কন্স্যুলেট। কন্স্যুলেটের একজন কর্মকর্তা বলেন, তারা এখন মৃতদেহগুলো ভারতে নেওয়ার চেষ্টা করছেন। মৃত একজনের পরিবারের পক্ষ থেকে ৬ অক্টোবর যোগাযোগ করা হয়েছিল। সোমবার নাগাদ কন্স্যুলেটের কাছে আরও তথ্য আসবে।
এদিকে চিলিওয়াক আরসিএমপি বলেছে, ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সঙ্গে তারা এ ঘটনার তদন্তক করছে। বোর্ড ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে।
এই দুর্ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা কারো পরিচয়ই এখন পর্যন্ত নিশ্চিত করেননি।