
গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে গ্রিন বাসের বহর বাড়ানোর উদ্যোগ নিয়েছ ফেডারেল সরকার। সেজন্য ২৭৫ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। দেশজুড়ে ইলেক্ট্রিক যানবাহন চালুর জন্য বড় পরিসরের এ তহবিল আঞ্চলিক অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি কানাডার জলবায়ু লক্ষমাত্রা পূরণেও ভূমিকা রাখবে। অনুদানের এ অর্থ একই উদ্দেশ্যে অবকাঠামোয় অর্থায়নকারী সংস্থার ১৫০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনার সঙ্গে যোগ হবে। অবকাঠামো মন্ত্রী ক্যাথেরিন ম্যাককেনা বলেন, অনুদানের এ অর্থ কানাডার রাস্তা দাপিয়ে বেড়ানো ডিজেল ইঞ্জিনের বাসগুলোর স্থলে ইলেক্ট্রিক বাস ক্রয় বাবদ অগ্রিম প্রদানে সহায়ক হবে। সিটিগুলোর ৩০০ ইলেক্ট্রিক বাস ক্রয়ে ফেডারেল সরকারের তহবিল সহায়ক হয়েছে। এ তহবিল দিয়ে আগামী পাঁচ বছরে কার্বন নিঃসরণমুক্ত ৫ হাজার বাস ক্রয়ে সিটিগুলোকে সহায়তা করবে। তবে এজন্য বাড়তি খরচ হবে, যা সংস্থান করতে হবে বলে স্বীকার করেন তিনি।
অবশিষ্ট কাজের ব্যয় নির্বাহের জন্য সিটিগুলো কানাডা ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের দ্বারস্থ হবে বলে আশা করছে লিবারেল সরকার। ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা এহরেন কোরি বলেন, ডিজেল ক্রয় না করার দরুণ জ¦ালানিবাবদ যে সাশ্রয় হবে তা দিয়ে স্বল্প সুদের ঋণ পরিশোধ করা যেতে পারে।
সিটিগুলোতে চলাচলকারী ডিজেল ইঞ্জিনচালিত বাস প্রতিস্থাপন কর্মসূচিতে গতি আনতে এ তহবিল ভূমিকা রাখবে বলে মনে করেন গার্থ ফ্রিজেল। সেই সঙ্গে একে স্বাগতও জানান তিনি।