
নুসরাত জাহান আর যশের সম্পর্ক নিয়ে নেটিজেনদের কৌতুহল কম নেই। সম্পর্ক নিয়ে বরাবরই রহস্য জিইয়ে রেখেছেন তারা। এবার ছুটি কাটাতে মালদ্বীপে গেলেন এই জুটি।
সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেছেন নুসরাত। ক্যাপশনে লেলেন, ‘যেরকম পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ভালো লাগে আমার। এই ভিডিওর সামনে ও পিছনে থাকা হাত যশ দাশগুপ্তের।’ নুসরাতের এই পোস্টের মন্তব্যের ঘরে যশ লিখলেন, ‘তোমার যদি আরও এরকম হাতের সার্ভিস লাগে আমায় জানিও। সাহায্য করতে পারলে খুশি হব।’
অন্যদিকে মালদ্বীপ থেকে ট্রানজিশন ভিডিও শেয়ার করে যশ ক্যাপশনে লেখেন, ‘চলো তোমাকে দেখাই কীভাবে তোলা হল এটা। ক্রু মেম্বার নুসরাত।’ যশের পোস্টে নুসরাতের মন্তব্য, ‘তোমাকে ঠেলে জলে ফেলে দেব। ও, তুমি তো আবার সাঁতার কাটতে পারো।’
নুসরাত আর যশের সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২০ সালে, নুসরাতের প্রেগন্যান্সির সময়। সেই সময় অভিনেত্রীকে আগলে রেখেছিলেন ৯ মাস। পরে ছেলে ঈশানের জন্মের পর জানা যায়, সন্তানের বাবা যশ। এরপর থেকে প্রকাশ্যে যশকে কখনও ‘স্বামী’, কখনও ‘ছেলের বাবা’ বলে উল্লেখ করেন।