4.4 C
Toronto
শনিবার, এপ্রিল ৫, ২০২৫

ইডেনেও সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বললেন দর্শকরা

ইডেনেও সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বললেন দর্শকরা - the Bengali Times
সাকিব আল হাসান

দেশে ফিরে নিজের বিকেএসপির কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করে গিয়েছিলেন। ছুটি নিয়ে ঢাকায় অনুশীলনের দ্বিতীয় দিনে সাকিবকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করেন কয়েকজন ক্রিকেটপ্রেমী।

ডাচদের বিপক্ষে হাতে এক উইকেট নিয়ে কিপটে বোলিং করলেও ব্যাটিংয়ে আবারও ব্যর্থ হন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক রানের পর নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪ বলে করেছেন মাত্র পাঁচ রান। দৃষ্টিকটু ছিল তার আউটের ধরনও। পল ফন মিকেরেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আগের ম্যাচের মতোই।

- Advertisement -

এর পর ইডেন গার্ডেনসেও ফিরে এলো সেই দুয়োধ্বনি। আউট হয়ে ফেরার সময় সমর্থকরা দুয়ো দিয়েছেন সাকিবকে। বাস্তবতা মেনে নিচ্ছেন সাকিব। জানিয়েছেন সমর্থকদের সেই অধিকার আছে।

অথচ কয়েক দিন আগেও এমন ঘটনা ছিল কল্পনাতীত। গত বিশ্বকাপে স্বপ্নের মতো সময় পার করা সাকিব দেখছেন মুদ্রার উল্টো পিঠ।

গত বিশ্বকাপে ছয় শতাধিক রান ও ১১ উইকেট শিকার করা সাকিবের কাছে বড় আশা ছিল ক্রিকেটপ্রেমীদের। তা ছাড়া বিশ্বকাপের আগে সাকিব-তামিম দ্বন্দ্ব, সাক্ষাৎকারে সাকিবের বিস্ফোরক মন্তব্য, দলের বিবর্ণ পারফরম্যান্স— সব মিলিয়ে দুঃসময় পার করছেন টাইগাররা।

নেদারল্যান্ডসের কাছে হেরে যেন সেই দুঃসময়ের ষোলকলা পূর্ণ করলেন টাইগাররা। সহযোগী দেশগুলোর মধ্যে পূর্ণ সদস্য দলের বিপক্ষে সবচেয়ে বেশি ব্যবধানে (৮৭ রানে) জয়ের রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। আগে ব্যাট করে ডাচরা করেন ২২৯ রান। জবাবে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪২ রানে।

ম্যাচশেষে সাকিব বলেন, সমর্থকরা ভালো কিছু আশা করে যা তারা দিতে পারেননি। এ জন্য হতাশা প্রকাশ করেন সাকিব।

- Advertisement -

Related Articles

Latest Articles