0.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

স্বামীর ব্যাটিংয়ে উচ্ছ্বসিত সানিয়া মির্জা

স্বামীর ব্যাটিংয়ে উচ্ছ্বসিত সানিয়া মির্জা - the Bengali Times
পাকিস্তানের ব্যাটিং দেখে মুগ্ধ ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা

পাকিস্তানের ব্যাটিং দেখে মুগ্ধ ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের খেলা দেখে গ্যালারিতে বসেই হাততালি দেন তার স্ত্রী ভারতের মেয়ে সানিয়া মির্জা। রোববার (নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৪১তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান।

এ দিন মোহাম্মদ রিজওয়ান, ফখর জামানরা প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। তবে উইকেটে রীতিমতো তাণ্ডব চালান অধিনায়ক বাবর আজম, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।

- Advertisement -

বাবর আজম ৪৭ বলে ৫টি চার ও তিন ছক্কায় ৬৬ রান করে আউট হন। ১৯ বলে ৪টি চার ও এক ছক্কায় ৩১ রান করে ফেরেন ৪১ বছর বয়সী সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ইনিংসের একেবারে শেষদিকে রীতিমতো তাণ্ডব চালান পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শোয়েব মালিক। ৪০ বছর ছুঁই ছুঁই ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার জামাই বল মাটিতেই ফেলতে দেননি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ১৮ বলে ফিফটি তুলে নেন। তার ৫৪ রানের বিধ্বংসী ইনিংসটি একটি চার ও ৬টি দৃষ্টিনন্দন ছক্কায় সাজানো।

শোয়েব মালিক যখন একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন তখন গ্যালারিতে বসে তাকে অভিনন্দন জানান স্ত্রী সানিয়া মির্জা।

- Advertisement -

Related Articles

Latest Articles