9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে: শামীম ওসমান

আমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে: শামীম ওসমান - the Bengali Times
শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। এ খবর আমার কাছে আছে। ঢাকা থেকে আমাকে পুলিশ প্রশাসন জানিয়েছে, আপনি সাবধানে চলেন। আমি একাই চলি। মৃত্যুর মালিক আল্লাহ। মেরে ফেললে মেরে ফেলবে। সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় রওশন আরা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এটা জীবন হলো বলো? আমাকে মেরে ফেললে আমার মেয়ে কাঁদবে না? আমার ছেলে কাঁদবে না? আমার পরিবার কাঁদবে না? বাট ওই মৃত্যুর মধ্যেও যদি তোমার জন্য সুন্দর একটি দেশ দিয়ে যেতে পারি, ওটাই আমাদের সাকসেস। আমরা এটা চাই। আমরা তোমাদের সাহস চাই।’

- Advertisement -

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ। তাই অনেক বড় বড় শক্তির নজর পড়েছে বাংলাদেশে। ওরা বাংলাদেশকে প্যালেস্টাইন, গাজা বানাতে চায়।’

শামীম ওসমান বলেন, ‘মানচিত্রে শকুনের ছায়া পড়েছে। থাবা দিবে কয়েকদিন পরে। আমাদের বয়স হয়ে গেছে। আমরা পারবো না। আমি ক্লিয়ার করে বলছি না, তোমরা টেনশন করবে। আগামী এক মাস খুব ক্রুশিয়াল। তোমাদের ভবিষ্যৎ আফগানিস্তান বা গাজা হবে কী না তা- এই এক মাসে নির্ধারিত হবে।’

তিনি বলেন, কয়েকদিন আগে ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশকে হত্যা করা হলো। পুলিশ তো কোনো দল করে না। তারা তাদের দায়িত্ব পালন করছিল। তাকে পিটিয়ে মেরে ফেলল। তারপর ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা তাকে চাপাতি দিয়ে কোপাল। চিফ জাস্টিসের বাসায় হামলা করল। মহিলাদের মিছিলে হামলা করা হলো। ওরা এখন চলন্ত বাসে আগুন দিচ্ছে। এর নাম কী রাজনীতি? যারা ক্ষমতায় আসার আগে পুলিশকে চাপাতি দিয়ে কুপিয়ে মারে; ক্ষমতায় আসলে কী করবে চিন্তা করো!

- Advertisement -

Related Articles

Latest Articles