
তোমাদের ব্যস্ততা গেছে পায়ে পায়ে হেঁটে
পলিথিন প্যাকেটে
লুকানো সাজসজ্জায় ভুলে গেছ
নোনা জল এদিকেও ছিল তোমাদের অপেক্ষায়।
নিজেকে আন্তর্জাতিক ভেবে উপদেশ দাও প্রতিদিন।
নিরাকার বাতিঘর – উজ্জ্বল
জানি না কে দেয় খবর, কে টানে দড়ি?
রাতের কুয়াশায় গলে যায় বৃক্ষহীন পাহাড় মাটি
অন্ধ প্যাঁচার মত আমাকে যা দেখাও দেখি।
বিষাক্ত ফণা ধেয়ে আসে
পায়ে পায়ে আসে প্রতিদিন
কিছু লোক দাঁতে ঘুঙ্গুর বেঁধে ছমছম ছমছম কাটিয়ে দেয় দিন।
সব লোক গেছে পাহাড়ী মেলায়, টিভি ক্যামেরা কাঁধে
সুন্দরবন এখন একা একা হাঁটে।