
খাগড়াছড়ির আলুটিলা সড়কে পণ্যবাহী গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি-ঢাকা সড়কের আলুটিলা এলাকায় আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
আগুনে পণ্যবাহী কাভার্ডভ্যানের সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া জানান, সকালে পণ্যবাহী পরিবহণ সংস্থা ফাইভ স্টার এক্সপ্রেস সার্ভিসের একটি কার্ভাডভ্যান মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে যাচ্ছিল। আলুটিলা সড়কে ওঠার সময় দুষ্কৃতকারীরা কাভার্ডভ্যানে আগুন দেয়। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। আগুনে গাড়িতে থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে।