12.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

প্রেম না করায় ডিপফেকে তরুণীর আপত্তিকর ছবি বানালেন যুবক

প্রেম না করায় ডিপফেকে তরুণীর আপত্তিকর ছবি বানালেন যুবক - the Bengali Times
প্রতীকী ছবি

বান্ধবীর সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন যুবক। কিন্তু রাজি হননি তরুণী। প্রতিশোধ নিতে ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে বান্ধবীর আপত্তিকর ছবি সোশ্যালে ছড়িয়ে দেওয়া হয়। তবে শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে গ্রেপ্তার হতে হলো যুবককে। ঘটনাটি ভারতের কর্নাটকের।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বান্ধবী প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিলে রাগের বশে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তার আপত্তিকর ছবি তৈরি করেন অভিযুক্ত। একইসঙ্গে প্রেমের প্রস্তাবে রাজি না হলে সেই ছবিগুলো সোশ্যালে মিডিয়ায় ছড়িয়ে দেবেন বলে তিনি তরুণীকে হুমকি দিতে থাকেন।

- Advertisement -

একপর্যায়ে তরুণীর নামে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া প্রোফাইল তৈরি করেন তিনি। সেই প্রোফাইল থেকে আপত্তিকর ছবিগুলো পোস্ট করা শুরু করেন অভিযুক্ত। সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দনা ও ক্যাটরিনা কাইফের ডিপফেক ভিডিও তোলপাড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এরপর কেন্দ্রীয় সরকার জানায়, ডিপফেক ছবি বা ভিডিও তৈরি করা এবং সেগুলো ছড়িয়ে দেওয়া দুটিই আইনত অপরাধ।

- Advertisement -

Related Articles

Latest Articles