
গ্রামীণ কানাডিয়ানদের জন্য কার্বন প্রাইস রিবেট কমাতে যাচ্ছে ফেডারেল লিবারেল সরকার। একই সঙ্গে আগামী তিন বছরের জন্য হোম হিটিং অয়েলের ওপর থেকে কার্বন প্রাইস পুরোপুরি তুলে নিতে যাচ্ছে। কারণ, আটলান্টিক কানাডায় জরিপে ক্রয়ক্ষমতার উদ্বেগ তাদের জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে।
বৃহস্পতিবার বিকালে দেওয়া এই ঘোষণার মধ্য দিয়ে লিবারেলরা প্রথমবারের মতো তাদের কার্বন প্রাইসিং নীতি থেকে পিছু হটছে। এই সমন্বয় পুরো দেশজুড়ে প্রযোজ্য হলেও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অটোয়াতে যখন এই ঘোষণা দেন তখন আটলান্টিক ককাসের সব সদস্য তার পাশে দাঁড়িয়েছিলেন।
চারটি আটলান্টিক প্রদেশ গত জুলাই থেকে ফেডারেল কার্বন প্রাইস পরিশোধ শুরু করেছে। একইসঙ্গে গ্যাসোলিন ও ডিজেল থেকে কার্বন নিঃসরণ কমাতে ফেডারেল সরকার পচ্ছিন্ন জ¦ালানির নতুন মানদ-ও চালু করেছে। এর ফলে পাবলিক ইউটিলিটিজ বোর্ড আটলান্টিক প্রদেশগুলোতে গ্যাসের দাম প্রতি লিটারে আট সেন্ট করে বাড়িয়েছে। এর অর্থ দাঁড়িয়েছে, ইস্ট কোস্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে গ্যাসোলিনের দাম লিটারপ্রতি ২০ সেন্ট বেড়ে গেছে। জুলাই পর্যন্ত এসব প্রদেশে হোট হিটিং অয়েল কার্বন প্রাইসের বাইরে ছিল।
নোভা স্কশিয়া, নিউ ব্রান্সউইক, নিউফাউন্ডল্যান্ড ও লাব্রাডোর এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের প্রায় এক-তৃতীয়াংশ বাড়ি এখনো হিটিং অয়েল ব্যবহার করছে। এর পরিমাণ কানাডার বাকি অঞ্চলের চেয়ে অনেক বেশি। এ থেকে নিষ্কৃতি পেতে আঞ্চলিক এমপিরা কয়েক মাস ধরে ট্রুডোর সঙ্গে দেনদরবার করছেন। কারণ, এর ফলে তাদের রাইডিংয়ে ব্যয় অনেক বেড়ে গেছে এবং ভোটারদের মধ্যে এ নিয়ে ক্ষোভ বাড়ছে।
গত জুনে অটোয়া জলবায়ু নীতি নিয়ে কোনো আপোষ না করার কথা জানিয়ে দেয়। পরিবেশমন্ত্রী স্টিভেন গাইলবল্ট সে সময় বলেন, জলবায়ু পরিবর্তন অপেক্ষা করবে না।
কিন্তু গ্রীষ্মেই এটা দৃশ্যমান হয় যে, এই নীতি লিবারেলদের রাজনৈতিক ভবিষ্যৎকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছে। জনমত জরিপে সব অঞ্চলেই সরকারি দল পিছয়ে পড়েছে। জনপ্রিয়তা সবচেয়ে বেশি কমেছে আটলান্টিক কানাডায়।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.