0.2 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন সুনেরাহ!

কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন সুনেরাহ!
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল

হঠাৎ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের এক ফেসবুক পোস্ট নজরে এসেছে অনেকেরই। কোনোরূপ ঘটনার ব্যাখা না দিয়ে একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনোরূপ ট্রল বা মিথ্যাচার সহ্য করবেন না তিনি।

আজ সন্ধ্যায় সুনেরাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমি যেহেতু একজন অ্যাক্ট্রেস, স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার।

- Advertisement -

আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি।’মিথ্যা নিয়ে ট্রোল করা সহ্য করবেন না জানিয়ে তিনি লিখেছেন, ‘কেউ আলোচনা বা সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে নিয়ে ট্রোল করতে থাকলে আমি সেইটা টলারেট করব না।

জীবনটা কোনো স্ক্রিপ্ট নয় জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার অফুরন্ত সময় বা শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার ওপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারো, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি।’

তিনি আরো লিখেছেন, ‘আমি মিথ্যার আশ্রয় নিই না এবং ইনশাআল্লাহ কখনো নেবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য।

বাকিটা, আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না। ধন্যবাদ।’
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সুনেরাহ অভিনীত দ্বিতীয় সিনেমা ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, এ বি এম সুমনসহ অনেকেই।

তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘ন ডরাই’। শিগগিরই নতুন কাজে দেখা যাবে সুনেরাহকে।

- Advertisement -

Related Articles

Latest Articles