14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

যুক্তরাষ্ট্রে হামলার কারণ জানিয়ে ২০ বছর আগে লাদেনের লেখা চিঠি নিয়ে তোলপাড়

যুক্তরাষ্ট্রে হামলার কারণ জানিয়ে ২০ বছর আগে লাদেনের লেখা চিঠি নিয়ে তোলপাড়

মৃত্যুর এক যুগ পর ফের আলোচনায় আল-কায়েদার সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। আচমকা ভাইরাল হয়েছে যুক্তরাষ্ট্রের উদ্দেশে লেখা তার একটি চিঠি।

- Advertisement -

ওই চিঠিতে আফগানিস্তান, ইরাক, সোমালিয়া, চেচনিয়া ও লেবাননে অনৈতিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন লাদেন। সেইসাথে, ইসরায়েলের প্রতি ঢালাও সমর্থনে ফিলিস্তিনিদের স্বাধীনতার আকাঙ্খা দমনের পেছনে মার্কিন প্রশাসনকে অভিযুক্ত করা হয়। মার্কিনিদের কাছে স্পষ্ট করা হয় কেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলা চালাচ্ছে আল-কায়েদা।

এদিকে ওই চিঠির ভাইরাল হওয়াকে টুইন-টাওয়ারে নিহতদের প্রতি অসম্মান বলে প্রতিক্রিয়া দিয়েছে হোয়াইট হাউজ। ‘লেটার টু অ্যামেরিকা’ শিরোনামের চিঠিটি ‘এক্স’, টিকটকসহ একাধিক সামাজিক মাধ্যমে পোস্ট করায় ব্যাপক আলোচনার শুরু হলে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য গার্ডিয়ান, এনবিসি নিউজ, দ্য ওয়াশিংটন পোস্টসহ আন্তর্জাতিক গণমাধ্যম। পরে এটি ভাইরাল হলে পক্ষে-বিপক্ষে ব্যাপক প্রতিক্রিয়ার জেরে প্রতিবেদনটি সরিয়ে ফেলে দ্য গার্ডিয়ান, টিকটকসহ সামাজিক ও গণমাধ্যমগুলো।

ধারণা করা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার একবছর পর আলোচিত এই চিঠিটি লেখেন লাদেন। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে তাকে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনী।

- Advertisement -

Related Articles

Latest Articles