2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নিলামে ৯০ বছরের পুরনো হুইস্কি, দাম ২৬ কোটি!

নিলামে ৯০ বছরের পুরনো হুইস্কি, দাম ২৬ কোটি! - the Bengali Times
ছবি সৌজন্য অ্যাসোসিয়েটেড প্রেস

পৃথিবীর সব রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি দামে নিলাম হলো দুষ্প্রাপ্য ম্যাকালেন হুইস্কি। লন্ডনের সোথেবিসে সম্প্রতি একটি নিলামে ওঠে এই হুইস্কি। ম্যাকালেন হুইস্কির বিশ্বব্যাপী চাহিদা। নিলামে এই হুইস্কির সর্বোচ্চ দর ওঠে ২ দশমিক ২ মিলিয়ন ইউরো বা ২ দশমিক ৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি ৫৭ লাখ টাকা)।

কিছু দিন আগেই নিলাম ওঠার খবর প্রকাশ হয়। ১৯২৬ সালে ম্যাকালেন ডিসটিলারি ওই হুইস্কি তৈরি করেছিল। এই হুইস্কি যখন ৯৭ বছর আগে বোতলবন্দি করা হয় তখন সে সময়ের তুলনায় গোটা পদ্ধতি ছিল অনেক আধুনিক। এই পানীয়ের বিপুল দামের নেপথ্যে সেটাও একটি কারণ।

- Advertisement -

ইতিহাস বলছে, ১৯২৬ সালে বোতলবন্দি হলেও তা তৈরি হয়েছিল ১৮৮৬ সালে। দীর্ঘ ৬ দশক ধরে জারিত হওয়ার পর বোতলবন্দি করা হয়েছিল। নিলামে ওঠার আগে অনুমান করা হয়েছিল, এক বোতল হুইস্কির যা দাম উঠবে, তাতে ২৫ মিলিলিটার পেগের দাম পড়তে পারে ২৫ থেকে ৪০ হাজার ইউরো। অতীতে অবশ্য ওই সংস্থা হুইস্কির দুর্লভ বোতল বিক্রি করেছে। সেগুলোর দামও ভালো উঠেছে। এই বোতলটির দাম নিয়েও আশা ছিল। কিন্তু প্রত্যাশা যে ছাপিয়ে যাবে, সেটা আশা করেনি কেউই।

- Advertisement -

Related Articles

Latest Articles