7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

মনোনয়ন পেলেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী শাকিলের স্ত্রী

মনোনয়ন পেলেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী শাকিলের স্ত্রী
অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

রোববার বিকালে দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।

- Advertisement -

জানা যায়, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় মাহবুবুল হক শাকিলকে। দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হোটেলে ইন্তেকাল করেন। পরে প্রকাশ্যে রাজনীতিতে আসেন তার স্ত্রী নিলুফার আনজুম পপি। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি।

পপি জানান, আমার স্বামী মাহবুবুল হক শাকিলের কথা মনে রেখে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। দলের লোকজনকে নিয়ে সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করবো ইনশাল্লাহ।

- Advertisement -

Related Articles

Latest Articles