7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বাসর রাতে বরের চিৎকার, কনে বললেন ‘স্পর্শ নিয়ে ঝগড়া’

বাসর রাতে বরের চিৎকার, কনে বললেন ‘স্পর্শ নিয়ে ঝগড়া’
প্রতীকী ছবি

বাসর রাত নিয়ে অনেক মানুষের কৌতূহল। কিন্তু এমন রাতে কনের অত্যাচার থেকে বাঁচতে বর চিৎকার করবে তা কে ভেবেছিল। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে। এ সময় বরের আর্তনাদ পৌঁছায় পরিবারের সদস্যদের কাছে। তারা ঘরে ঢুকে দেখতে পান- কনে তার স্বামীকে বেধড়ক মারধর করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনার পর স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন স্বামী। যদিও কনেকে মানসিকভাবে অসুস্থ বলে বর্ণনা করেছেন তিনি।

- Advertisement -

জানা গেছে, বিয়ে শেষ হওয়ার পর কনেকে বাড়িতে নিয়ে এসেছিল বরের পরিবার। সব আনুষ্ঠানিকতা শেষ করে বর ও কনে তাদের ঘরে চলে যায়। এ সময় কোনো একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে কনে তার স্বামীকে বেধড়ক মারধর করে। এরপর বাঁচার জন্য বাড়ির অন্য সদস্যদের ডাকতে থাকে বর।

যদিও পুলিশ পরিদর্শক অমরজিৎ সিং বলেছেন, এ ঘটনার পর দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে বাসর রাতে লাঞ্ছিত করায় স্ত্রীকে সঙ্গে রাখতে অস্বীকার করছেন স্বামী। অন্যদিকে কনে বলেছেন, বিছানায় স্পর্শ করা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles