5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

বিশ্বের ‘সবচেয়ে দুঃখি’ হাতিটির মৃত্যু

বিশ্বের ‘সবচেয়ে দুঃখি’ হাতিটির মৃত্যু
ছবি সংগৃহীত

ফিলিপিন্সের ম্যানিলা চিড়িয়াখানায় প্রায় একাকী জীবনযাপন করা দেশটির একমাত্র হাতি মা’লি মারা গেছে। প্রাণী অধিকার রক্ষাকর্মীরা মা’লিকে বিশ্বের সবচেয়ে দুঃখি হাতির একটি বলে বর্ণনা করেন।

বিবিসি জানায়, গত চার দশকের বেশি সময় ধরে সবার ভালোবাসার প্রাণী ছিল হাতিটি। মা’লি এশীয় প্রজাতির মেয়ে হাতি ছিল।

- Advertisement -

শ্রীলংকা সরকার ১৯৮১ সালে সে সময়ে ফিলিপিন্সের ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে উপহার হিসাবে মা’লিকে দিয়েছিল। ম্যানিলার মেয়র হানি লাকুনা মঙ্গলবার মা’লির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles