
তৃণমূল বিএনপি ও বিএনএমকে ‘ফকিন্নি পার্টি’ বলে আখ্যায়িত করলেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে যাওয়া সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর। আচ আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পান্থপথে অবস্থিত ইউটিসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপি ও বিএনএমের বিষয়ে জানতে চাইলে রেগে যান শাহজাহান ওমর। তিনি বলেন, ‘রাবিশ! ওগুলো তো ফকিন্নি পার্টি। দুই-তিন কোটি টাকা নিয়ে নির্বাচনে যাচ্ছে। যোগ্যতা থাকলে সরাসরি যাও। যোগ্যতা আছে বিধায় নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) আমাকে মনোনয়ন দিয়েছেন।’
গতকাল বুধবার কারামুক্ত হন শাহজাহান ওমর। কারামুক্তির পরের দিনই আজ তিনি আওয়ামী লীগের প্রার্থী হন। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন শাহজাহান ওমর।
আজ সন্ধ্যায় করা সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর জানান, তিনি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তারপর আজ আওয়ামী লীগ তাকে ঝালকাঠি-১ আসন থেকে দলীয় মনোনয়ন দিয়েছে। তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, শাহজাহান ওমর বিএনপির সব পদ থেকে আজ বহিষ্কার করেছে বিএনপি। আজ সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, বাসে আগুন দেওয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় করা একটি মামলায় গতকাল বুধবার দুপুরে জামিন পান শাহজাহান ওমর। পরে গতকাল সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি।
তার আগে গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।