6 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

বলিউড ছেড়ে কোথায় যাচ্ছেন ইলিয়ানা?

বলিউড ছেড়ে কোথায় যাচ্ছেন ইলিয়ানা? - the Bengali Times
ইলিয়ানা ডি ক্রুজ

‘বারফি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজের। তার পর বহু ছবি করেছেন তিনি। অজয় দেবগান, অক্ষয় কুমারের মতো অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন তিনি।

তবে ‘রেড’ ছবির পর থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখতে শুরু করেন বলিউডের সঙ্গে। এ বার পাকাপাকিভাবে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।

- Advertisement -

চলতি বছর ১ আগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয় গোপন রেখেছিলেন ইলিয়ানা। অনেকেই ভেবেছিলেন, সিঙ্গেল মাদার হিসেবে সন্তানকে বড় করবেন। তবে ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরই পরিষ্কার করেন সবটা। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করার দু’সপ্তাহ আগেই বিয়ে সারেন অভিনেত্রী। যদিও গোটাটাই ঘটেছিল খুব চুপিসারে। তার স্বামীর নাম মাইকেল ডোলান। কোথায় হয়েছে তাদের বিয়ে, কী করেন অভিনেত্রীর স্বামী— এখনই সব কিছু প্রকাশ্যে আনতে নারাজ ইলিয়ানা।

এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। বলিউডের পাট চুকিয়ে ছেলে ও স্বামীর সঙ্গে আমেরিকা চলে যাচ্ছেন ইলিয়ানা।

ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনয় নয়, বরং নিজের পারিবারের সঙ্গেই সময় কাটাতে চাইছেন তিনি। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইলিয়ানা। যদিও এই বিষয়ে অভিনেত্রীর তরফে এখনও কোনো ঘোষণা করা হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles