4.7 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

যৌনতা নিয়ে ১০ বাস্তব সত্য, ভাঙবে ভুল ধারণা

যৌনতা নিয়ে ১০ বাস্তব সত্য, ভাঙবে ভুল ধারণা - the Bengali Times

হতে পারে বেশ কয়েক বছর ধরে যৌনজীবন উপভোগ করছেন আপনি। কিন্তু যৌনতা সম্পর্কে বেশ কয়েকটি সত্য তথ্য সম্পর্কে হয়তো ধারণাই নেই আপনার। এই লেখায় জেনে নিন, যৌনতা সম্পর্কে ১০টি বাস্তব সত্য। মানুষের নানা ভুল ধারণা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এসব তথ্য তুলে ধরেছেন।

- Advertisement -

১. নিয়মিত ধূমপান পুরুষের যৌনাঙ্গের আকার গড়ে এক সেন্টিমিটার পর্যন্ত কমিয়ে দিতে পারে।

২. যৌনতায় আকার কোনো বিষয় নয়। এটা দক্ষতার ওপর ভর করে উপভোগ্য হয়ে ওঠে।

৩. দুটো নিরোধক একসঙ্গে ব্যবহার করা মানেই বেশি নিরাপত্তা নয়।

৪. প্রথমবার যৌনসম্পর্ক করার সময় যদি কোনো গান বাজিয়ে পরিবেশ রোমান্টিক করার চেষ্টা করেন, তবে ওই গানটি আজীবন আপনাকে তাড়া করে ফিরবে।

আরও পড়ুন :: যৌন সম্পর্কের ভিডিও করছেন সঙ্গী? যা করবেন

৫. যৌনকর্মের পর নারীর দেহে পুরুষের শুক্রাণু টানা পাঁচ দিন পর্যন্ত অবস্থান করতে পারে।

৬. নারী ত্বকে যে বলিরেখা পড়ে, পুরুষের বীর্যে বেই বলিরেখা দূরীকরণের উপাদান রয়েছে।

৭. যৌন সম্পর্ক না করা হলে পুরুষের যৌনাঙ্গের আকার ধীরে ধীরে কমে যায়।

৮. বীর্যে জিঙ্ক ও ক্যালসিয়াম রয়েছে যা দাঁতের ক্ষয় রোধ করে।

৯. যৌনতার সময় নারীর চিৎকার বা কান্নাকাটির অর্থ এই নয় যে তিনি তা উপভোগ করছেন না।

১০. যোনিপথের ‘জি স্পট’ নিয়ে বহু বিতর্ক থাকলেও এটা কোনো ভুল ধারণা নয়।

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles