
অবশেষে হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর গুলশান এলাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারের পর আদম তমিজী হককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে নিয়ে আসার সময় তাকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তিনি তখন সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি বাংলাদেশের সরকারের প্রতি অনেক খুশি। আমাকে অনেক সম্মান দিয়ে আনা হয়েছে। আমি অনেক খুশি আছি।’
এর আগে গত ১৬ নভেম্বর র্যাব গ্রেপ্তারের জন্য অভিযান চালালে তাকে গ্রেপ্তার করা যায়নি। ওই সময় তিনি আত্মহত্যার হুমকি দেন, জানালার কাচ ভেঙে ফেলেন, এক পা বাইরে দিয়ে লাফ দেয়ার হুমকি দেন। তখন র্যাব অভিযান থেকে সড়ে আসে।
পুলিশ জানায়, তমিজি হকের বিরুদ্ধে দক্ষিণ খান থানায় রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।