
কার্তিক হলেন যুদ্ধের দেবতা। বৃহত্তর ভারতবর্ষের যেসব অঞ্চলে যুদ্ধবিগ্রহ লেগেই থাকে সেসব অঞ্চলে কার্তিক অনেক গুরুত্বের সাথে পূজিত হন। তামিল জনগোষ্ঠীর মধ্যে কার্তিকের খুব আদর। তামিল মন্দিরে তিনি মুরুগান নামে পরিচিত।
বাংলাদেশে এখন কার্তিক পূজা চলছে। কার্তিকের সামনে চোঙা জাতীয় জিনিসগুলোকে সিঙ্গা বলে। নিরেট চিনি দিয়ে তৈরি এই সিঙ্গা ছাড়া আমাদের এলাকায় কার্তিক পূজার কথা যেন চিন্তাই করা যেত না। কোন বাড়িতে সিঙ্গা কতো বড়ো সেটি শৈশবে আমাদের দেখার ও প্রতিযোগিতার বিষয় ছিল।
সিঙ্গা কি শুধু ফরিদপুর-যশোর অঞ্চলেই পূজার অনুষঙ্গ? বাংলাদেশ বা পশ্চিমবাংলার আর কোথায় কি সিঙ্গার প্রচলন আছে?
বহুবছর সিঙ্গা খাই না বলেই মনে হয় নিজের চেহারা এখন কার্তিক থেকে গণেশের দিকে ধাবিত হচ্ছে।