
সম্প্রতি ভারতের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মুম্বাই রেলওয়ে স্টেশনে নাচেন। সেই ঘটনা পুলিশ তাকে আটক করে।
সীমা কানোজিয়া নামের ওই তরুণীকে জনাকীর্ণ স্থানে সাধারণ নীতি ভঙ্গ করায় পুলিশ আটক করে। পরে সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চান।
সীমা রেল স্টেশনে নাচের ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। এতে দেখা যায় স্টেশনে ট্রেন থামার পরই লাফিয়ে পড়েন সীমা। পরে উদ্দামভাবে নাচতে থাকেন। এতে বিরক্ত হন অন্য যাত্রীরা।
এ সময় ওই স্টেশনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরাতা তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে পাবলিক স্থানে ভিডিও না করার অনুরোধ জানান।