
সদ্য গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। সোশ্যালে বেশ সরব তিনি। নিজের জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। আর তার রূপের আগুনে পুড়ছে নেটপাড়া।
জোয়া আখতারের পরিচালিত ‘দ্য আর্চিজ’ সিনেমায় বেটি কুপারের চরিত্রে অভিনয় করেছেন খুশি।শাহরুখকন্যা সুহানা, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যর পাশাপাশি তার অভিষেক নিয়েও বিস্তর চর্চা হয়েছে।
বলিউডে জোর গুঞ্জন, এবার করণ জোহরের ‘স্টুডেন্ট’ হওয়ার সুযোগ পাচ্ছেন খুশি। সূত্রের খবর, করণের প্রযোজনায় তৈরি ‘সরজমিন’ ছবিতে সাইফপুত্র ইব্রাহিমের বিপরীতে দেখা যাবে খুশিকে।